Crowd Investment
Project Details :
আপনি এই প্রজেক্টে ১ লক্ষ টাকা থেকে শুরু করে ২০ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। ১ বছর পর প্রফিট সহ ইনভেস্টমেন্ট তুলে নিতে পারবেন।
বিবরণ | তথ্য |
---|---|
প্রজেক্টের সময় | ১২ মাস ও ৪ বছর দুইটি অপশন আছে। |
প্রফিট | বাৎসরিক ১৪-১৬% (৪ বছরের জন্য ইনভেস্ট করলে ১৯% পর্যন্ত) |
প্রফিট উত্তলন |
*৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে ত্রৈমাসিক প্রফিট তুলতে পারবেন। |
মিনিমাম ইনভেস্টমেন্ট | ১ লক্ষ টাকা |
প্রোজেক্টেড রিটার্ন | প্রতি ১ লক্ষ টাকায় ১৪ হাজার থেকে ১৯ হাজার টাকা। |
গত ৪ বছরে আমাদের কোম্পানি Hlwcraft.com একটি এক্সক্লুসিভ "লাইফস্টাইল হ্যান্ডিক্র্যাফট এবং ফার্নিচার" ব্র্যান্ড হিসেবে সারাদেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। দেশে বিক্রয়ের পাশাপাশি আমরা বিদেশে : আমেরিকা, অস্ট্রেলিয়া, ক্যানাডা, দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, পোল্যান্ড, ফ্রান্স, জার্মানিতে এক্সপোর্ট এবং ই-কমার্স প্লাটফর্মে সরাসরি বাৎসরিক ৫০ কোটি টাকার বেশি বিক্রয়ের লক্ষমাত্রা নিয়ে কাজ করছি। আমরা বর্তমানে সম্পূর্ণ প্রফিটেবল বিজনেস হওয়া সত্ত্বেও আমাদের কার্যক্রম এবং প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধির জন্য এই ক্রাউড ইনভেস্টমেন্ট প্রয়োজন হচ্ছে।
আপনার ইনভেস্টমেন্ট শুধুমাত্র বিজনেস নয় একইসাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং পৃথিবীর জলবায়ু ও পরিবেশ রক্ষায় ইকো-ফ্রেন্ডলি পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য কাজ করবে।
আমরা আপনাকে স্মার্ট এবং নিরাপদ বিনিয়োগের অফার দিচ্ছি। আগ্রহী থাকলে নিচের লিংকে ক্লিক করে ফর্মটি পূরণ করুন:
https://forms.gle/9n1wZjyEjajPsy7E6
যোগাযোগ করুন : 01837797444 অথবা Mail : Contact@hlwcraft.com, Mhbaizid369@gmail.com